কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের প্রতিবাদে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত নেতা তারেক চৌধুরীর নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। একই গ্রামের যুবদল কর্মী হৃদয় ১৩ মার্চ রাতে ওই ধর্ষণ মামলা প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দেয়। ১৬ মার্চ স্থানীয় লক্ষ্মীপুর বাজারে জামায়াত শিবিরের কর্মী সমর্থকরা হৃদয়কে মারধর করে। এ বিষয়ে মীমাংসা করার জন্য সোমবার ইফতারের পর বৈঠকে বসার কথা। সেখানে কয়েক শ লোক জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা জামায়াত সেক্রেটারি মু. বেলাল হোসাইন জানান, ‘ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। কুসুম, শরীফ, নাছির, হানিফ, সাকিলসহ আমাদের ১০ জন কর্মী আহত হয়েছেন। তারা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘গত ১৭ বছর আমরা ওই এলাকায় কোনো সভা সমাবেশ করতে পারিনি। আগস্ট পরবর্তীতে জামায়াত আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে সেখানে ত্রাস সৃষ্টি করেছে। আমাদের নেতা-কর্মীদের উপর হামলা ও তাদের বাড়িঘর ভাংচুর করেছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত ও ৫/৬ টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।