বেশির ভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদর কমলেও বিমা খাতের কোম্পানিগুলোর বেশির ভাগের দর বেড়েছে। এতে সপ্তাহের প্রথমদিনে গতকাল লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বেড়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের। এতে এ বাজারটিতে মূল্যসূচক বেড়েছে।
ডিএসইতে ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬টির দাম বেড়েছে। অন্যদিকে ১২টির কমেছে এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে মাত্র ৬টির দাম বেড়েছে। ২৩ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩টির দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন শেষে সব খাত মিলিয়ে ১৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯০টির। আর ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে বিমা খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ার দাম বেড়েছে এবং ৮টির শেয়ার দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১৪ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬৮ লাখ টাকার। ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮১ প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৩৪ লাখ টাকা।