রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ডাকাত ২৭ জন, ১৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, নয়জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি ও ২০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬৫টি মামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড গুলি, চারটি চাপাতি, চারটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি ছুরি, একটি ডেগার, একটি সেলাই রেঞ্জ, চার ভরি চার আনা স্বর্ণের গহনা, একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫ বোতল বিদেশি মদ, তিন কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮৪ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন।