বাংলাদেশে আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই সদস্যরা একজোট হচ্ছে বলে নয়াদিল্লির ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনটি অবাস্তব ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ-সিএ প্রেস উইং ফ্যাক্টস। গতকাল পেজটিতে একটি পোস্টে বলা হয়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচার শাসনব্যবস্থা উৎখাতের পর থেকে এই জাতীয় যেসব খবর প্রকাশ করা হয়েছে, সেসব খবরের মতো এই খবরেও কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি এবং কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে একমাত্র সূত্র হিসেবে উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি নিজেই বলেছেন, উলফা নেতা পরেশ বড়ুয়া তার পুরনো সশস্ত্র কার্যক্রম পুনরায় শুরু করার কোনো ইচ্ছা আছে বলে তিনি বিশ্বাস করেন না।
ট্রিবিউন দাবি করেছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে পরেশ বড়ুয়া শিগগিরই মুক্তি পেতে পারেন’, অথচ বাস্তবে তিনি আগেই মুক্ত এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি শুধুই ট্রিবিউন সাংবাদিকদের কল্পনাপ্রসূত গল্প ছাড়া আর কিছুই নয় বলে দাবি করে সিএ প্রেস উইং ফ্যাক্টস।