বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিতে দেশটিতে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষা চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হয়েছে। সোমবার দেশটির শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ওই মামলার শুনানি খারিজ করে দেন। এ সময় বেঞ্চটি জানান, ‘এটা অন্য দেশের বিষয়ের সঙ্গে সম্পর্কিত ... আদালত কীভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে? এ আদালত যদি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন, সেটা অত্যন্ত ‘দৃষ্টিকটু’ হবে। তা ছাড়া বাংলাদেশ একটা প্রতিবেশী রাষ্ট্র।’
এ সময় প্রধান বিচারপতি জানান, ‘এ বিষয়টা মোটেই আমাদের জন্য নয়। আপনি কি মনে করেন সরকার (ভারত) এ বিষয়ে সচেতন নয়? এ বিষয়ে আদালত কীভাবে মন্তব্য করতে পারে?’
উল্লেখ্য, ভারত সরকারকে সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কূটনৈতিক, রাজনৈতিক ও অন্য পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি করেছিলেন লুধিয়ানার ব্যবসায়ী, সমাজসেবক ও লুধিয়ানার ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির চেয়ারম্যান রাজেশ ধান্ডা।