বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ চার দফা দাবি জানিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গতকাল নগরীর লালদীঘি থেকে সহস্রাধিক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব হয়ে জামালখান চত্বরে জমায়েত হয়ে সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকান্ডের বিচার, শাপলা চত্বর হত্যাকান্ডের বিচার ও বিডিআর হত্যাকান্ডসহ ফ্যাসিস্ট হাসিনা আমলে সংঘটিত গুম-খুন-ধর্ষণসহ সব বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী, সিয়াম ইলাহী, জেলা সমন্বয়ক জোবায়েরুল আলম মানিক, সাইফুর রহমান রুদ্র বক্তব্য দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক জোবায়েরুল আলম মানিক বলেন, কয়েক দিন আগে গঠিত চট্টগ্রামের তিনটি কমিটি নিয়ে আমরা তুমুল আপত্তি জানিয়েছিলাম। জুলাইয়ের ব্যানারে আমরা ছাত্রলীগ পুনর্বাসন হতে দেব না। কয়েক দিন আগে গঠিত কমিটিতে চিহ্নিত ছাত্রলীগের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি, যা অত্যন্ত লজ্জার। ছাত্রলীগের কর্মীদের পুনর্বাসন করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। এটির নেপথ্যে কারা সেটি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধাদের অবমূল্যায়ন করে ‘মাইম্যান’ কমিটি বীর চট্টলা মেনে নেবে না।