কিশোরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। কটিয়াদীতে দুজন ও হোসেনপুরে একজন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় দুর্ঘটনায় নিহত হয় দুজন। তারা হলো মধ্যপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির জুনায়েদ (১২)। তারা চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত হয় আর জুনায়েদকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। অন্যদিকে গতকাল দুপুর ১২টার দিকে হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রাপ্তি আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুহা আক্তার (৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।