কাউন্টারভিত্তিক বাস না চালানোর দাবিতে ঢাকার সায়েদাবাদে ফের সড়ক অবরোধ করেছেন পরিবহনশ্রমিকরা। গতকাল বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জনপথ মোড়ের এই অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে দেখা গেছে, রাইদা পরিবহনের বাস সড়কে আড়াআড়ি করে রাখা হয়েছে। এতে অন্য যানবাহন চলতে পারছে না। শ্রমিকরা কাউন্টারভিত্তিক বাস চলাচল বাতিলের দাবিতে নানা স্লোগান দিয়েছেন। বিক্ষোভকারী শ্রমিকরা দাবি করেছেন, কাউন্টারে গাড়ি চালিয়ে গাড়ির খরচই উঠছে না। মালিকদেরও টাকা দেওয়া হচ্ছে না। রাইদা পরিবহনের শ্রমিক রফিক বলেন, ‘কাউন্টারে চলাচল শুরুর পর তারা এখনো বেতন পাননি। এক সপ্তাহ ধরে বাসের স্টাফরা কোনো বেতন পাচ্ছেন না। বাসের মালিকরাও তাদের জমার টাকা পাচ্ছেন না। মালিকরা কি পকেট থেকে এনে টাকা দেবে? আগে বাস যেভাবে চলছে সেভাবেই চলবে। আমাদের দাবি না মানলে সায়েদাবাদ হয়ে কোনো গাড়ি চলতে পারবে না।’ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে অবরোধ প্রত্যাহার করতে শ্রমিকদের অনুরোধ করেন। এরপর বেলা সাড়ে তিনটার দিকে সড়ক থেকে তারা উঠে যান।
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে ৬ ফেব্রুয়ারি গোলাপি রঙের বাস চালু করা হয়েছিল। শুরু থেকেই ওই সেবার বিরোধিতা করছে বাসমালিক, শ্রমিকদের একটি অংশ। এর আগে ১০ ফেব্রুয়ারিও সায়েদাবাদ কাউন্টার থেকে যাত্রী তোলার সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন কিছু বাসশ্রমিকরা।