বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক উচ্চ স্তরের প্রতিনিধিদল গতকাল ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছে। আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে দ্বিবার্ষিক বৈঠকে বসবে বিজিবি। এ বৈঠক চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। লোদি রোডের বিএসএফ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন বিজিবির ডিজি মেজর জেনারেল মোহাম্মদ হাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন বিএসএফ অধিকর্তা ডালজিৎ সিং চৌধুরী। বিএসএফ এক বিবৃতিতে জানায়, বৈঠকের উদ্দেশ্য সীমান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধি। বৈঠকে সীমান্তের ১৫০ গজের মধ্যে নিরাপত্তা কাঠামো তৈরি, জওয়ানদের ওপর হামলা ও সীমান্ত অপরাধ মুক্ত করার বিষয়ে আলোচনা করা হবে। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বাংলাদেশ প্রতিনিধিদল স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে পারে। এর আগে ওমানের মাস্কটে ভারতীয় ভিওন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যেসব সীমান্ত চুক্তি রয়েছে তা পর্যালোচনা করার কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নেয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর এটা দুই দেশের জাতীয় সীমান্ত বাহিনীর প্রথম বৈঠক। সর্বশেষ ২০২৪ সালের মার্চে বিজিবি-বিএসএফ বৈঠক হয়।