আশুলিয়ায় বকেয়া বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ছেইন অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে কারখানাসংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় ৫ ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শ্রমিকরা বলেন, জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করতে পারেনি ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। এজন্য বকেয়া বেতনের দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
কারখানার এক নারী শ্রমিক রুবিনা আক্তার বলেন, কয়েক মাস ধরেই সময় মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানা সাধারণ ছুটি দিয়ে দেয়। পরে ১৫ তারিখে নোটিস দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করে। গত মাসের বেতন এখনো না দেওয়ায় বকেয়া বেতনের দাবিতে সবাই আন্দোলন করছেন।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা তাদের জানুয়ারির বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে কারখানার একজন মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। প্রায় ৫ ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।