নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর নিহতের স্বজনরা ওই ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। নিহত শিশুর নাম জিহান (৪)। সে উপজেলার রূপসী এলাকার শরীফ আহম্মেদের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর যাচ্ছিল। পথে রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার জন্য যায়। এ সময় শিশুটি প্রাইভেটকারের
ভেতরেই ছিল। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বোঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভিতরেই পুড়ে মারা যায় জিহান। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ওই স্টেশনে ভাঙচুর চালায়। ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।