নাচ, গান, আবৃত্তি ও কথনসহ নানা আয়োজনে বসন্তবরণ করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পর্ষদ। শুক্রবার বসন্তের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয় এ আয়োজন।
বেঙ্গল পরম্পরা সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। দেশের অগ্রগণ্য নৃত্য ও সংগীতের দলগুলো, একক বরেণ্য শিল্পীবৃন্দ, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা ছাড়াও বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়সহ নানা আয়োজনে সাজানো ছিল এ উৎসব। এতে একক সংগীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রি, লাইসা আহমেদ লিসা। দলীয় সংগীত পরিবেশন করে ছায়ানট, দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যম, স্বপ্নবিকাশ। সাংস্কৃতিক পর্বে আরও অংশ নেয় স্পন্দন, বেনুকা ললিতকলা কেন্দ্র, রবিরশ্মী। একই দিন ভালোবাসা দিবস হওয়াতে প্রিয়জনের হাতে হাত রেখে নতুন দিনের স্বপ্নে উপহার বিনিময়সহ নানা আয়োজনে ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে রাজধানীজুড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, সোহরাওয়ার্দী উদ্যান, শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, বেইলি রোড, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবরে ছড়িয়ে গেছে ভালোবাসার উন্মাদনা।