সিরাজগঞ্জে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলার লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল চর বনবাড়িয়া ও কান্দাপাড়া মহল্লার মধ্যে এ সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটার হালনাগাদের ছবি তুলতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া কান্দাপাড়া ও চর বনবাড়িয়া গ্রামের যুবকদেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। অভিযোগ রয়েছে, ভোটার হালনাগাদ কাজে নিয়োজিত কর্মীরা অদক্ষ। এ কারণে কাজে সময় বেশি লাগায় অধৈর্র্য হয়ে মারামারিতে জড়িয়েছে তারা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া ও বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।