সাভারের আশুলিয়ায় শবেবরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুলিয়া থেকে নারী ও শিশুসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সুমনের শরীরের ৯৯ শতাংশ, শিউলি আক্তারের ৯৫ শতাংশ, শারমিন ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদ ২৭ শতাংশ, মনির হোসেন ২০ শতাংশ, মাহাদী ১০ শতাংশ, ছামিন মাহমুদের ১৪ শতাংশ, সোহেল ১০ শতাংশ, সুরাহা ৯ শতাংশ, সূর্য বানু ৭ শতাংশ ও জহুরা বেগমের শরীরে ৫ শতাংশ দগ্ধ রয়েছে। ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ৯ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দগ্ধের পরিমাণ কম হওয়ায় দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারির বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ ব্যাপারির ভাড়া বাড়ির দোতলায় থাকতেন। শবে বরাত উপলক্ষে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসেন। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করেন। এ সময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হন।