পুরান ঢাকার লালবাগে দুই বান্ধবীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জনিকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লালবাগের নবাবগঞ্জ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।
র্যাব জানায়, গত বছরের অক্টোবর থেকে লালবাগে একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে এক দম্পতি বসবাস করেন। স্বামী পারিবারিক কাজে বাইরে থাকায় এক বান্ধবীকে (২৬) রাতে থাকার জন্য বাসায় নিয়ে আসেন স্ত্রী। ১১ ডিসেম্বর রাত ১টায় জনিসহ ছয়জন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে তল্লাশির নাম করে ওই বাসায় প্রবেশ করেন। এরপর তারা ওই দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। ওই নারী ঘটনাটি তার স্বামীকে জানান। এরপর তারা লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন।