দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার কেরু চিনিকল চত্বরে আবারও বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এতে কেরু এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুর ১২টার দিকে কেরু চত্বরের একটি পরিত্যক্ত গর্তে বোমাসদৃশ বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, গতকাল সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান এক যুবক। বিষয়টি কেরুর নিরাপত্তাকর্মীদের জানানো হয়। পরে খবর দেওয়া হয় পুলিশ ও সেনাবাহিনীকে। কেরু চিনিকলে কর্মরত কয়েকজন বলেন, প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্প্রতি স্থগিত করা হয়েছে। এ ঘটনার জেরে কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বোমাসদৃশ বস্তু রেখে যেতে পারে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, কেরু চত্বরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। গত বৃহস্পতিবারও একই এলাকায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি ককটেল পাওয়া যায়। রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করে। এবারও রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবারের ঘটনায় কেরু কোম্পানি কর্তৃপক্ষ দর্শনা থানায় মামলা করেছেন। আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করছি।