ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় ভাঙ্গার মানব পাচারচক্রের সদস্য আনোয়ার মাতুব্বরকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার দোহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে জানা গেছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারকে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণের পুরো টাকা না পেয়ে দুজনকে হত্যা করে পরিবারের কাছে লাশের ছবি পাঠান মানব পাচারকারীরা। এ ঘটনায় হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার ২ ফেব্রুয়ারি ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আনোয়ার মাতুব্বরকে প্রধান আসামি করে একটি মামলা করেন। এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, মানব পাচার মামলার প্রধান আসামি আনোয়ার মাতুব্বরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে গতকাল আদালতের মাধ্যমে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।