এক দিন এগিয়ে আজ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে, আজ বেলা আড়াইটায় জেনেভায় এ প্রতিবেদন প্রকাশ করা হবে।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর আগামীকাল তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। এদিকে পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন হবে। এতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলপ্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোৎস্না পৌদ্যাল এবং প্রধান মুখপাত্র রাভিনা সামদাসানী।