পাহাড়ের খাদ থেকে একটি অসুস্থ বাচ্চা হাতি উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাইখালী রেঞ্জ। গতকাল সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী গাইন্দা ইউনিয়নের বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে বাচ্চা হাতিটি উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য হাতিটি কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বন বিভাগের রাইখালী রেঞ্জ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার গাইন্দা ইউনিয়ন বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে একটি বাচ্চা বন্যহাতি দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি বন বিভাগকে জানালে তারা বন্যহাতিটি উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতির বাচ্চাটি চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাইখালী রেঞ্জের সহকারী কর্মকর্তা মো. হাসান বলেন, ধারণা করা হচ্ছে পাহাড় থেকে পড়ে হাতির বাচ্চাটি আহত হয়েছে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ভিতরে কোনো সমস্যা হতে পারে। চিকিৎসা চলছে। তবে এখনো শঙ্কামুক্ত নয়।
উল্লেখ্য, রাঙামাটির রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নে প্রায় সাতটি হাতি রয়েছে। তার মধ্যে দুটি বাচ্চা।