কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তের শূন্য রেখায় অবস্থিত একটি মসজিদের সামনের গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার দিবাগত রাতে বিএসএফ সিসি ক্যামেরাটি স্থাপন করায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে গতকাল বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী জামে মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেন জানান, এই মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের মানুষ নামাজ পড়েন। মসজিদটি আমাদের পূর্বপুরুষরা স্থাপন করেছেন। দেশভাগের সময় গ্রামের মাঝ দিয়ে সীমান্ত রেখা টানা হলেও আমাদের সম্পর্ক ভাগ হয়নি। তখন থেকে আমরা একসঙ্গে একই মসজিদে দুই দেশের মানুষ নামাজ পড়ি। দুই বছর আগে মসজিদটি নতুন করে স্থাপনের উদ্যোগ নেওয়া হলে বিএসএফ বাধা দেয়। তখন থেকে কাজ বন্ধ রয়েছে। এবার রাতের আঁধারে তারা সিসি ক্যামেরা লাগিয়ে আমাদের হতবাক করেছে। বিজিবি ক্যামেরা খুলে নিতে বললেও বিএসএফ নেয়নি।
কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান জানান, বাঁশজানি সীমান্তে সিসি ক্যামেরাটি খুলে নিতে বিএসএফকে আমরা পতাকা বৈঠকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছি। এটি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। মঙ্গলবার এ ব্যাপারে বিএসএফ সিদ্ধান্ত জানাবে বলে কথা দিয়েছে।