রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়িতে হাড়গোড়ের সন্ধান মিলেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর- তা ল্যাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকাল ১০টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন ইউনিটের (সিআইডি) সদস্যরা। তারা ধানমন্ডির ৩২ নম্বরের ১৬ নম্বর বাড়ির আলামত সংগ্রহ করতে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ। তিনি বলেন, ‘৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের, নাকি অন্য কোনো প্রাণীর- তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়। তারা আলামত সংগ্রহ করেছে এবং সেগুলো নিয়ে গেছে। পরে ল্যাবে পরীক্ষানিরীক্ষা করে দেখবে হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর।’ প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাস পূর্তির দিন তার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা। তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সেটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেজমেন্টে রবিবার সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস।
সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর সোয়া ১টার দিকে।