বসন্তের আগমন উপলক্ষে কেনাকাটায় জমজমাট অফার নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের ক্লিয়ারেন্স সেল ক্যাম্পেইনের মেয়াদ আরও চার দিন বাড়ানো হয়েছে।
সম্মানিত ক্রেতাদের অধিক আগ্রহের জন্য বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষ ফেব্রুয়ারির প্রথম দিন থেকে শুরু হওয়া ক্লিয়ারেন্স সেলস ক্যাম্পেইনের মেয়াদ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছেন।
এই আয়োজনে অংশগ্রহণ করছে দেশসেরা আটটি অ্যাপারেল ব্র্যান্ড।
অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে- মেনস ওয়ার্ল্ড, ক্লাভহাউস, ক্যাপশন, সপ্যাশ, ফ্রিল্যান্ড, ভোগ বাই প্রিন্স, কিউরিয়াস এবং ইনফিনিটি। বসুন্ধরা সিটির লেভেল-১ এ এ্যাট্রিয়ামে ক্লিয়ারেন্স সেল চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এগুলো ১৫ দিন ধরে রং-বেরঙের কাগজ এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে প্রায় ২৪ হাত লম্বা একটি প্যারাসুট ফানুসও ছিল। একদা এলাকায় ফানুস উৎসব ছিল ঐতিহ্য। কিন্তু কালের বিবর্তনে তা যেন বিলীন হয়ে যাচ্ছে। রাখাইনদের অতীত ঐতিহ্য যেন হারিয়ে না যায় এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। উৎসব প্রসঙ্গে স্থানীয় রাখাইন কমিনিউটির নেতা মং বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাখাইনদের সম্পৃক্ত করে ফানুস উৎসব করা হয়েছে। এ ছাড়া তারুণ্যের উৎসব নৌকা বাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, পর্যটকদের জন্য একটি কৃত্রিম রাখাইনপাড়া স্থাপন করা হবে। যেখান থেকে রাখাইন সম্প্রদায়ের কৃষ্টিকালচার জানতে পারবে পর্যটকরা। মূলত রাখাইদের ইতিহাস বাদে কলাপাড়া কুয়াকাটার ইতিহাস অসম্পূর্ণ। তাই এ অনুষ্ঠান অব্যাহত রাখা হবে।