‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে ছুটিতে পাঠানো ১২ বিচারপতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে থাকা নিউজ আপডেটে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্ট জানান, সেই বিচারপতির মধ্যে একজন পদত্যাগ করেছেন। দুজন বিচারপতি হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং দুজন বিচারপতি অবসর নিয়েছেন। এ ছাড়া চারজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান এবং অন্য তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান রয়েছে। গত বছর অক্টোবরে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জানান, দুর্নীতি ও অসদাচরণের দায়ে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচার কাজের বাইরে থাকা তিন বিচারপতি সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনরায় চালু হওয়ার পর গত ১৯ নভেম্বর পদত্যাগ করেন।