হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভিতরে করে আনা ২ কেজি ১০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ) কর্তৃপক্ষ। ওই যাত্রীর নাম সজিব হোসেন। বুধবার সকাল ৮টায় কুয়েত থেকে আসা যাত্রী সজিবের কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়। গতকাল এসব তথ্য জানান ডিসিএইচের ডেপুটি কমিশনার মো. ইফতেখার আলম ভূঁইয়া।
তিনি বলেন, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে ৯৫৩৩) যোগে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী সজিব হোসেন। এ সময় তার গতিবিধি কাস্টমস কর্মকর্তার কাছে সন্দেহজনক মনে হলে বেল্ট থেকে যাত্রীকে নজরদারি করা হয়। যাত্রী ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে এলে তার সব ব্যাগ স্ক্যানিং করা হয়। যাত্রীর একটি ব্যাগের মধ্যে দুটি চার্জার লাইটের ব্যাটারি স্ক্যানিংয়ে অস্বাভাবিক মনে হওয়ায় একাধিকবার স্ক্যানিং করে সেখানে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তী সময়ে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি চার্জার লাইট ভেঙে ৮টি সোনার পাত উদ্ধার করা হয়। উদ্ধার সোনার পরিমাণ ২ কেজি ১০০ গ্রাম।