সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট এলাকায়। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাববসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গতকাল সকাল থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি কোর্ট প্রশাসন। এদিকে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় আইনজীবী, আইনজীবী সহকারী, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। বিচারপ্রার্থীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অফিসিয়াল পরিচয়পত্র আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের প্রদর্শন করতে অনুরোধ করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে।
পুলিশ ও সুপ্রিম কোর্টসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্টের সামনের ফটকসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
গতকাল সরেজমিন দেখা গেছে, আদালতের প্রত্যেকটি প্রবেশমুখে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসিসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম। খুব জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকে। এ ছাড়া চলমান রয়েছে তল্লাশি কার্যক্রমও। আইনজীবী পরিচয়ে কেউ প্রবেশ করতে চাইলে তাদের পরিচয়পত্র যাচাই করছেন নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।