টিএসসি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও রমনা কালীমন্দিরের দিক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সব কটি গেটে ছিল দর্শনার্থী ও বইপ্রেমীর জটলা। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে একুশে বইমেলায় প্রবেশের এ দৃশ্য বইমেলাকে করে তুলেছিল প্রাণবন্ত। আগের দিন শুক্রবারের মতোই লোকারণ্য ছিল গতকালের মেলাপ্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নের সামনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বই কেনার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বিকিকিনির ব্যস্ততায় দম ফেলার ফুরসত পাচ্ছিলেন না স্টল ও প্যাভিলিয়নের কর্মীরা। গতকাল অমর একুশে বইমেলার অষ্টম দিনে মেলাজুড়ে এমন দৃশ্যই লক্ষ করা গেছে। এদিনের মেলা নিয়ে মুক্তদেশ প্রকাশনীর স্বত্বাধিকারী জাভেদ ইমন বলেন, ‘আমরা শুক্র, শনিসহ ছুটির দিনগুলোর অপেক্ষায় থাকি। অষ্টম দিন পার হচ্ছে এখনো অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে পারেনি বইমেলা। মেলার বাইরে বারোয়ারি পণ্যের দোকানগুলো মেলার সৌন্দর্যের হানি ঘটানোর পাশাপাশি হকাররা অনায়াসে মেলায় ঢুকে চানাচুর, আইসক্রিম বিক্রি করছে। পুলিশ নির্বিকার। মেলায় আগতদের চেক পর্যন্ত করছে না পুলিশ। এটা মেলার জন্য অশনিসংকেত।’
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন বলেন, ‘নিরাপত্তা জোরদার করার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন তারা আরও বেশি তৎপর হবেন। তবে শুক্র ও শনিবার এত বেশি ভিড় থাকে যার কারণে একটু সমস্যা হয়। আশা করছি দু-এক দিনের মধ্যে সব অব্যবস্থাপনা আমরা কাটিয়ে উঠতে পারব।’
এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে বিশিষ্ট মনোবিজ্ঞানী, কথাসাহিত্যিক মোহিত কামালের দুটি বই। এর মধ্যে বাতিঘর প্রকাশ করেছে ‘কিশোর উপন্যাস সমগ্র-১’ ও ‘কিশোর উপন্যাস সমগ্র-২’ এবং বিদ্যাপ্রকাশ বের করেছে ‘শ্রেষ্ঠ গল্প’। নতুন এ দুটি বই ছাড়াও বিদ্যাপ্রকাশের ‘না’ উপন্যাসটির ত্রয়োদশ মুদ্রণ প্রকাশিত হয়েছে। বিকালে মেলার সোহরাওয়ার্দী উদ্যানে দেখা হয় মোহিত কামালের সঙ্গে। এবারের মেলা নিয়ে তিনি বলেন, ‘একুশের শানিত চেতনায় ঋদ্ধ এ বইমেলায় জুলাই অভ্যুত্থানও ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। ’৫২ ও ’৭১-এর পথ ধরেই আমরা ’২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ’৫২, ’৬৯ ও ’৭১-এর মতোই ’২৪-এর গণ অভ্যুত্থানও আমাদের ইতিহাস হয়ে থাকবে।’
নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল একুশে বইমেলার অষ্টম দিনে নতুন বই প্রকাশ হয়েছে ১০২টি। গল্প ১৬, উপন্যাস ১৯, প্রবন্ধ ৬, কবিতা ২৯, ছড়া ২, জীবনী ৩, বিজ্ঞান ১, ভ্রমণ ২, ইতিহাস ১, রাজনীতি ২, ধর্মীয় ৪, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ১৫টি। আর গত আট দিনে মোট নতুন বই প্রকাশিত হয়েছে ৫৫৬টি।
মিূলমঞ্চ : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম ও মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন বালিকুজ্জামান ইলিয়াস।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ফরিদ সাইদ, কবি প্রদীপ মিত্র। আবৃত্তি করেন কামাল মিলা ও ফারহানা পারভীন হক তৃণা। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নৃত্য সংগঠন উদ্ভাস নৃত্যকলা একোডেমি। একক সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবণ্য, সুস্মিতা দেবনাথ সূচি, বিজন মন্ত্রী লি মার্থা রোমারিও ও মো. রেজওয়ানুল হক।