সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ বাতিল হওয়া চাকরিপ্রার্থীরা। গতকাল দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন। যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন।
গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন যোগদানের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা। বেলা ৩টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন।
পিয়াল মুহাইমিনুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জুলাই বিপ্লবের আগে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগের নিয়ম মেনে দুই ধাপে শিক্ষকরা চাকরিতে যোগদান করেছেন। তাহলে একই বিজ্ঞপ্তির আওতায় আবেদন করে কেন আমাদের নিয়োগ বাতিল করা হবে? এমন অবিচার মেনে নেওয়া হবে না। চাকরিতে যোগদান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলনকারীদের দাবি, বর্তমান
সরকারের আমলেই সুপারিশ করে আবার তা বাতিলের সিদ্ধান্ত অনৈতিক ও অন্যায়। রায় বাতিল না হলে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থীরা। এর আগে বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন হাই কোর্ট। তাৎক্ষণিক তারা হাই কোর্টে এর প্রতিবাদ জানান। তার পর থেকে তারা টানা কর্মসূচি পালন করে আসছেন।