চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে জমিতে সেচ দিতে গেলে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে। নিহত কৃষক বারিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। গতকাল ভোরে রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় সন্ধ্যার পর। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষিজমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ কয়েকজন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় বাকিরা চলে এলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা।
পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর ওপরে লাশ ফেলে দেয়। এখনো লাশ সেখানেই রয়েছে।
নিহতের ভাই মো. সুমন আলী বলেন, বারিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়। লাশ আনার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ-সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরাও যোগাযোগ করেনি। তবে ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে।