আধিপত্য বিস্তার কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। শান্তার মৃত্যুর পর শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়।
নিহত শান্তা ইসলাম ওই এলাকার শাকিল খানের স্ত্রী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহতের স্বজনরা জানান, এদিন দুপুরে সোহেল ও তাঁর দলবল বিভিন্ন অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালান। রাসেলের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা বাধা দিলে তাঁকে গুলি করা হয়। রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজীব জানান, শান্তা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পিঠের দিকে গুলি পাওয়া গেছে। শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল সাংবাদিকদের বলেন, ‘সোহেলের লোকজন আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে। বাড়িতে আমার দুই চাচা ও মহিলারা ছিলেন। বাধা দিতে গেলে মহিলাসহ কমপক্ষে পাঁচ-ছয় জনকে আহত এবং চাচাতো ভাই শাকিলের স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়।’ সোহেলের নামে আগের ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বলেন, ‘একজন নিহত হয়েছেন। এখন সবকিছু বিস্তারিত বলা যাচ্ছে না। এলাকায় টিম রয়েছে। আমরা কাজ করছি।’