রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য। হামলায় মোহাম্মদপুর থানা পুলিশের তিন এসআই ও এক এএসআই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেনথ- এসআই শেখ আবজালুল হক, মো. জসীম উদ্দীন ও মো. খোরশেদ আলম এবং এএসআই মো. সোহেল রানা। এ ছাড়াও পুলিশের আরেক সোর্স মো. আল-আমিন সবচেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রায়েরবাজারের বোর্ডঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার ঘটনার নেপথ্যে বোর্ডঘাট এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি (মোহাম্মদপুর জোন) মো. জুয়েল রানা জানান, পুলিশ অভিযানে গেলে কিশোর গ্যাং গ্রুপ ও মাদক কারবারিরা পুলিশের ওপর আতর্কিত হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছি।