ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে কাল শনিবার। তবে ৫ ফেব্রুয়ারি ভোটাভুটি শেষ হওয়ার পর নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক বেশ কয়েকটি সংস্থা বুথফেরত জরিপ থেকে জানিয়েছে, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপির জয় হবে। কারণ এ দলই ভোটের দিক থেকে এগিয়ে রয়েছে। সূত্র : এনডিটিভি।
দিল্লির বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। সেখানে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেতে সর্বনিম্ন ৩৬টি আসন পেতে হবে। পিপলস পালস নামে একটি সংস্থা বলেছে, বিজেপি ৭০টি আসনের মধ্যে ৫১ থেকে ৬০টি আসন পাবে। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি) মাত্র ১০ থেকে ১৯টি আসন পাবে। সংস্থাটি বুথফেরত জরিপে জানিয়েছে, রাহুল গান্ধীর কংগ্রেস সেখানে কোনো আসনই পাবে না। পিপলস পালস বাদে অপর সাতটি সংস্থা বলেছে, কংগ্রেস ১ থেকে ৩টি আসন পেতে পারে। এর আগের দুটি নির্বাচনে দিল্লিতে একটি আসনও পায়নি ভারতের সবচেয়ে প্রাচীন দলটি।
দ্য ম্যাট্রিজ নামে আরেকটি সংস্থা বলেছে, বিজেপি ৩৯ থেকে ৪৫টি আসন পাবে। ক্ষমতাসীন এএপি পাবে ৩২ থেকে ৩৭টি আসন। পি মার্ক নামে অপর একটি সংস্থা বলেছে, এবারের নির্বাচনে বিজেপি ৩৯ থেকে ৪৯টি আসন পাবে। অপরদিকে কেজরিওয়ালের দল পাবে মাত্র ২১ থেকে ৩১টি আসন। পিপলস ইনসাইড জানিয়েছে, বিজেপি ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে। অপরদিকে এএপি পাবে ২৫ থেকে ২৯টি আসন। এই তিনটি সংস্থাই বলেছে কংগ্রেস সর্বোচ্চ দুটি আসনে জিততে পারে। আবার কোনো আসন নাও পেতে পারে।