চলতি ফেব্রুয়ারি মাসেই তরুণদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে ১ লাখ মানুষের মতামত নেবেন তরুণরা। গতকাল রাজধানীর বাংলামোটরে ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে নেতারা এ তথ্য জানান। এ ছাড়া নিজেদের ফেসবুক আইডি, পেজেও এ তথ্য জানিয়েছেন ছাত্রনেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার ও সর্বস্তরের ১ লাখের বেশি মানুষের সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজনৈতিক দলের ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়ে তাদের মতামত চাওয়া এ কর্মসূচির লক্ষ্য। নতুন দলটি কিছু মানুষের নয়, অনেকের কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় বাদ পড়েছে তাদের প্রতিনিধিত্ব করবে। সব নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাক্সক্ষা ধারণ করেন ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চাই। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ এ স্লোগানে নেওয়া হবে জনমত। ন্যূনতম ১ লাখ মানুষের মতামত নেওয়ার জন্য এ কর্মসূচি পালন করা হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ প্রচারণার মাধ্যমে সরাসরি ১ লাখ মানুষের কাছে পৌঁছাব। দলের নাম, প্রতীক ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারে থাকা উপদেষ্টাদের মধ্যে কেউ দলে যোগ দিতে চাইলে তাকে পদ ছাড়তে হবে। নতুন দল গঠনে বিভিন্ন বিষয়ে মতামত চেয়ে ইতোমধ্যে অনলাইনে গুগল ফরম ছেড়েছেন ছাত্র-তরুণরা।