বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা কর্মকর্তাদের সেফ ডিপোজিট ফ্রিজ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন। ওই সব লকারে রাখা সম্পদ যাতে নিতে না পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সম্পদ সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে দুদক চেয়ারম্যানকে সম্মতি দিয়েছেন অর্থ উপদেষ্টা। সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর বাংলাদেশ ব্যাংকে জমাকৃত তিনটি সিলগালা কৌটা তল্লাশির সময় রেজিস্টার পরীক্ষা করে দুদক দল। এ সময় দলটি সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের সিলগালা করা সেফ ডিপোজিট দেখতে পান। এসব সিলগালা কৌটায়ও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে এমন অবকাশ থাকায় ভল্টে থাকা সব লকার তল্লাশি করতে ফ্রিজ করার উদ্যোগ নিয়েছে দুদক।
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সূত্র জানায়, বর্তমানে লকারে কোনো সম্পদ রাখতে এবং বের করতে দেওয়া হচ্ছে না। ওই সব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে ওই চিঠি দেওয়া হয়েছে। আর ফ্রিজ করা ওই সব লকারে অভিযান চালাবে দুদক।
এদিকে দুদকের আবেদনে বলা হয়, গত ২৬ জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নরের সেফ ডিপোজিট তল্লাশির সময় রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে অন্যান্য কিছু কর্মকর্তারও সিলগালা করে সেফ ডিপোজিট রাখা আছে। এসব সিলগালা কৌটায়ও অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে। এজন্য ভল্টের লকারে রাখা অন্যান্য কর্মকর্তাদের সেফ ডিপোজিট তল্লাশি ও ইনভেন্টরি লিস্ট করার অনুমতি আদালত দুদককে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় নিরাপত্তা ভল্টে রাখা লকারে সেফ ডিপোজিট খোলার আবেদন আদালতে দাখিল করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। শিগগিরই এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আদালতের আদেশ পাওয়ার পর সব লকার খোলা, অর্থ-সম্পদ গণনা ও তালিকা তৈরির জন্য একজন ম্যাজিস্ট্রেট নিযুক্ত করার জন্য দু-এক দিনের মধ্যে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জমা দেবে দুদক।