শুরায়ি নেজামের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ছিল গতকাল। এদিন নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। আজ দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জোবায়ের মোনাজাত পরিচালনা করবেন। এ উপলক্ষে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিআরটি রুট দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আবদুল্লাহপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে আবদুল্লাপুর পর্যন্ত মহাসড়কে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হলেও বিআরটি রুট দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হবে। ৬ ফেব্রুয়ারি শুরায়ি নিজামের কাছ থেকে মাঠ বুঝে পাওয়ার পর ১৪, ১৫, ১৬ ফেব্রুয়ারি সাদপন্থিদের ইজতেমার নিরাপত্তা বিধান করবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার।
আরও দুই মুসল্লির মৃত্যু : সোমবার দিবাগত রাত ১১টার দিকে আমীর হোসেন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা। এর আগে সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (৪৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় রবিবার।