টানা ছয় দিন আন্দোলন-সংগ্রাম শেষে সরকারি তিতুমীর কলেজে সচল হয়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। গতকাল দিনভর চলে কলেজের সব কার্যক্রম। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক দিনের আমরণ অনশন, অবরোধ, শাটডাউন ক্যাম্পাসসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকেই শুরু হয় প্রশাসনিক কার্যক্রম।
এরপর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হয়েছে স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির ক্লাস। তবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা ছিল অন্য সময়ের তুলনায় কিছুটা কম। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সাত কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, সম্প্রতি শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছেন। গতকাল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর যাবতীয় কর্মসূচি স্থগিত করে আজ ক্লাসে ফিরেছেন। আমরা আশা করছি, সামনে আর এমন অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হবে না। তবে শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট আশ্বাসে তারা ক্লাসে ফিরেছেন। যার বাস্তবায়ন দেখাতে হবে আগামী ৭ দিনের মধ্যে। এর মধ্যে যদি প্রতিশ্রুত বিষয়গুলো নিয়ে দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে ফের আন্দোলনের ডাক আসতে পারে।