চট্টগ্রাম নগরীর পূর্ব নাছিরাবাদে দুটি গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেছেন। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে ব্যস্ত সড়কটি অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আমরা বিষয়টি মানবিকভাবে দেখার চেষ্টা করছি। সকাল থেকে শ্রমিকদের একাধিকবার সরিয়ে দেওয়া হয়েছে। পরে তারা আবারও সড়কে এসেছে। আমরা মালিক, শ্রমিকসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করছি একটা সমাধান আসবে।’
জানা গেছে, বায়োজিদ এলাকার আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছিলেন না। এ কারণে সোমবার সকালে শত শত শ্রমিক বায়োজিদ-অক্সিজেন সড়ক অবরোধ করে অচল করে দেন। এর কিছু সময় পর ফ্র্যাংক এপারেলস নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশের একটি সূত্র জানায়, মালিক পক্ষ নানা অজুহাতে শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বেতনের সমস্যা সমাধানের আশ্বাস দিলে ১১টার পর কিছু শ্রমিক রাস্তা থেকে সরতে শুরু করেন। কিন্তু বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হলে এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে পড়েন। পরবর্তীতে তারা আবারও রাস্তা অচল করে দেন।