বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ নয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার নিম্ন আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, ঢাকা দক্ষিণ সিটির ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাস ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। অটোরিকশাচালক হত্যায় সালমান-মানিকসহ রিমান্ডে সাত : রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সাতজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে মারা গেছেন। এ কথা কারাগারে বসে মানিক নিজেই শুনেছেন বলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি কথা বলেন।
জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টায় সোলায়মান সেলিমসহ রিমান্ডে দুই : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমসহ দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যজন হলেন ঢাকা দক্ষিণ সিটির ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাস।
তিন মন্ত্রীসহ নতুন মামলায় গ্রেপ্তার সাত : রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক তিন মন্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং যুবলীগকর্মী তাজুল ইসলাম তাজু। মিরপুর থানার রাকিবুল হোসেন ও মো. মহিউদ্দিন হত্যার দুই মামলায় কামাল আহমেদ মজুমদার, বাড্ডা থানাধীন আফতাবনগর মেইন গেট এলাকায় মো. আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কদমতলী থানার মামলায় আনিসুল হক ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এ ছাড়া মিরপুর থানার মামলায় জামাল মোস্তফা, রোকেয়া জামান, তাজুল ইসলাম তাজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল গ্রেপ্তার শুনানি চলাকালে কামাল আহমেদ মজুমদার ক্রন্দনরত অবস্থায় হাতকড়া দেখিয়ে বলেন, এটা কী মুক্তিযুদ্ধের অলঙ্কার। এ জন্যই কী মুক্তিযুদ্ধ করেছিলাম। শেখ হাসিনার সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বলেও দাবি করেন তিনি। পরে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আপনাদের কারণে মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে। নিজেদের আর মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেবেন না।
এ পরিচয় আপনাদের মানায় না। সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমি সব সময় আন্দোলনকারীদের পক্ষে বলেছি। শেখ হাসিনাকে বলেছি, দাবি মেনে নেন। বারবার বলেছি। যার কারণে আমার গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল।’