ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদেক খান, তার স্ত্রী ফেরদৌস খান ও ছেলে ফাহিম সাদেক খানের ৫০টি ব্যাংক হিসাবের ১৯ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাদেক খান, তার স্ত্রীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া মতিউরকন্যা ইপ্সিতাসহ চারজনের আয়কর নথি জব্দ করা হয়েছে।
গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। স্ত্রী ও সন্তানসহ সাদেক খান পরিবারের ৫০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ : ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান, তার স্ত্রী ফেরদৌস খান ও ছেলে ফাহিম সাদেক খানের ৫০টি ব্যাংক হিসাবের মধ্যে সাদেক খানের ১৮টি, তার স্ত্রীর আটটি ও ছেলের ২৪টি অ্যাকাউন্ট রয়েছে। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, তাদের ব্যাংক হিসাব জব্দের জন্য দুদক আবেদন করে। পরে শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা : দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মতিউরকন্যাসহ চারজনের আয়কর নথি জব্দ : ছাগলকাণ্ডে আলোচিত ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতাসহ চারজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।