সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, প্রথম মামলায় নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৭২ টাকার সম্পদ অর্জন এবং নিজের ৩১টি ব্যাংক হিসাবের ৬২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে নুরুজ্জামান আহমেদ এবং তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ১৬৬ টাকার সম্পদ অর্জন এবং হোসনে আরার ২৫টি ব্যাংক হিসাবের ৫০ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদ ও পিতা নুরুজ্জামান আহমেদকে। এ মামলায় পিতার ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ব্যবহারে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া রাকিবুজ্জমান নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৪৩ লাখ ২ হাজার ৯২৫ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।