দেশব্যাপী নানা আয়োজনে সরস্বতীপূজা উদ্যাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মমতে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে।
কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীতে সকাল সাড়ে ৯টায় পূজা শেষে অঞ্জলি দেন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে সরস্বতীপূজা উদ্যাপিত হয়েছে। প্রতি বছরের মতো এ বছরও বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দেশের সবচেয়ে বড় পূজার আসর বসে। ৭৪টি মণ্ডপে চলে দেবীর আরাধনা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসেন দর্শনার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জগন্নাথ হলের উপাসনালয় ছাড়াও পুরো মাঠের চারপাশে মণ্ডপ বসেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট-ইনস্টিটিউটের। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট স্বকীয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে পূজা মণ্ডপ। পুষ্পাঞ্জলি নিবেদনের পর সব মণ্ডপ থেকে অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে ঢাকঢোলের শব্দে মাতেন পূর্ণার্থীরা।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল বলেন, ঐতিহ্যবাহী জগন্নাথ হলের উপাসনালয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। এ ছাড়াও হলের অভ্যন্তরে দর্শনার্থী শিশু-কিশোরদের চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের ব্যবস্থাও রাখা হয়।