যুক্তরাষ্ট্রে ৩১ জানুয়ারি পর্যন্ত নয় দিনে ৭২০০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সীমান্ত অতিক্রমের সময় আরও ৫ হাজার ৭৬৩ জনকে আটক করা হয়েছে। ট্রাম্পের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তা টম হোম্যান শনিবার জানিয়েছেন, সহিংসতায় লিপ্তদেরই গ্রেপ্তারের অভিযান চলছে। সমাজের শান্তি বিনষ্টকারী হিসেবে চিহ্নিতদের রেহাই দেওয়া হবে না। হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসায়ীরাও গ্রেপ্তার হচ্ছে। ভিসার রীতি লঙ্ঘনের দায়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আগতরাও ধরা পড়ছেন।
এদিকে, এই অভিযানের খেসারত দিচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। রেস্টুরেন্ট, গ্রোসারি, ক্যান্ডি স্টোর, নিউজস্ট্যান্ড, ফুডকার্ট, খুচরা স্টোরগুলোর কর্মচারীর অধিকাংশই ছিলেন অবৈধ অভিবাসী। এরা আত্মগোপনে যাওয়ায় এসব ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা হচ্ছে। বৈধ অভিবাসীদের নিয়োগ করলে ন্যূনতম মজুরি দিতে হয় বিধায় প্রায় সময়ই ব্যবসায়ীরা অবৈধদের নিয়োগ করে নামমাত্র মজুরি দিতেন। এর ফলে লাভের অঙ্ক বাড়ত। চলমান অভিযানে গভীর হতাশা ব্যক্ত করেছেন ফিলাডেলফিয়া সিটির স্বর্ণালংকার ব্যবসায়ী কামরুল ইসলাম। তিনি বলেন, ট্রাম্পের এই অভিযানের কারণে সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রেতার সংকট দিন দিন বাড়ছে।