ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজ শেষে গণমিছিলটি শুরু হয়। পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশ করে মিছিলটি শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
মিছিলে অংশ নিয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন তারা। এ সময় নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হয়নি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করতে হবে।
তিনি বলেন, কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে তারা বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবাধিকার সম্পাদক সিফাত আলম প্রমুখ।