নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নওগাঁ সহকারী জেলা পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল জানান, বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করিনি। এর কিছুক্ষণ পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটি ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষণ পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি ওপর দিয়ে কিছু একটা চলে গেল।
আমি সঙ্গে সঙ্গে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। দেখতে পেলাম ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্থ পুলিশের হাতে দেওয়া হয়েছে। তারাই বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে জানাবেন।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাত ১টায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম আমাকে মুঠোফোনে জানান, কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। আমি সঙ্গে সঙ্গে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কিন্তু আশপাশে অনেক খোঁজাখুঁঁজির পর তিনটি গুলির মতো ধাতব পদার্থ পাওয়া যায়। এ বিষয়ে তিনি থানায় লিখিত এজাহার দায়ের করেন।