এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম, তাঁর পরিবার ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৮ একরের অধিক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক আবু সাইদ এসব সম্পদ জব্দের আবেদন করেন। সম্পদগুলো হলো চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় ০.১৬৩৭ একর, যার বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডের আরেকটি জায়গা, যার পরিমাণ ০.১৩৫০, মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। চট্টগ্রামের ১ নম্বর পাথরঘাটা ইউনিয়নে ৮.৫০ শতাংশ জমি। এর মালিক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লি.। এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সাইফুল আলম, যার বাজারমূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। ওই ইউনিয়নেই থাকা ০.৯০ একর জমি, যার মূল্য ৩৭ লাখ ৪৮ হাজার টাকা। একই ইউনিয়নের ১.২০ একর জমি, যার মূল্য ৬০ লাখ টাকা।
এস আলম কোল্ড স্টিল লিমিটেডের জমিগুলো হলো, পটিয়া উপজেলায় ০.০৬ একর, মূল্য ৩০ হাজার টাকা। পটিয়ার শিকলবাহা ইউনিয়নের ১ কানি ২ কড়া ১ কণ্ঠ ১০ তিল জমি, যার মূল্য ২১ লাখ টাকা। একই এলাকার ০.২৮ একরের আরেকটি জমি, যার মূল্য ১৪ লাখ টাকা। ০.৪১৫০ একরের আরেকটি জমি, যার মূল্য ২১ লাখ টাকা। ০.২৬ একরের আরেকটি জমি, যার মূল্য ১৩ লাখ টাকা। ০.৩২ একর জমি, যার মূল্য ১৬ লাখ টাকা। ০.৮০ একর জমি, যার মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা। ০.১৪ একর মূল্যের জমি, যার দলিল মূল্য ৮০ হাজার টাকা। ০.৬ একর জমি, যার মূল্য ৩০ হাজার টাকা। ০.১৮৫০ একর জমি, যার মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। ০.৬ একর জমি, যার মূল্য ৩ লাখ। ০.১৫ একর জমি, যার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। ০.৫৭৫০ একর, যার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। ০.১২ একর জমি, যার মূল্য ৬০ হাজার টাকা। ১২ হাজার টাকার ০.০৫ একর জমি। এ ছাড়া জব্দের আদেশ দেওয়া জমির মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের ১.৩৮৫০ একর জমি ও ২ হাজার বর্গফুটের সেমিপাকা ঘর, যার মূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া সেখানকার ২ একর জমি, যার মূল্য ৭ কোটি ৭০ লাখ। ০.৩৬৩৬ একর জমি, যার মূল্য ১ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকা। ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ০.৩৪৬৯ একর জমি। ১.৮২৪৩ একর জমি, যার মূল্য ৬ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা। ৩.৮২৬৪ একর জমির, যার মূল্য ১২ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার। ২.১৮৮৯ একর জমি, যার মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকা। ডেলটা অয়েল রিফাইনারি লিমিটেডের ১.২১৫০ একর জমি এবং ১৫০০ বর্গফুটের পাকা ঘর, যার মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার। ০.১৭ একর ও ৫০০ বর্গফুটের সেমিপাকা ঘর, যার মূল্য ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। ০.৩৬৫০ একর জমি, যার মূল্য ৭৩ লাখ টাকা। ১.৬৩৫০ একর জমি, যার মূল্য ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রামের সীতাকু উপজেলার কেশবপুরের ১.৮৯ একর জমি, মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা। ১.৪৬ একর ভূমি, এর মূল্য ২ লাখ ৩৭ হাজার। এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ৯.৪৩ একর জমি, যার মূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। একই এলাকার ৯.৪৩ একর ভূমি, মূল্য ৮২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। সাইফুল আলমের নিজ নামে শিকলবাহায় ২৩টি দলিলের ৪.৭০৭ একর জমি, যার দলিল মূল্য ৫ লাখ টাকা। গুলশানের ১০ কাঠা বা ১৬.৫০ শতকের জমি, যার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্স লিমিটেডের ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজতুরী বাজারের ৯০.৮৮ শতাংশ ও ৩ হাজার বর্গফুটের এক তলা দালান, যার মূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা। ব্লাইন্ড লিমিটেডের নামে থাকা ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা বা ৩৩ শতাংশ জমি। সব মিলিয়ে মোট জব্দের আদেশ দেওয়া জমির পরিমাণ ৫৮.১৬৪৬ একর, যার মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।