নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ পিছিয়ে ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই দিন ধার্য করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক সাহেদুর রহমানের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় তিনি সময়ের আবেদন করেন। সাক্ষ্য গ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেন আদালত।
এদিন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে নিয়োজিত আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া হাজিরা দাখিল করেন। খালেদা জিয়ার অপর আইনজীবী আবদুল হান্নান ভূঁইয়া জানান, মামলাটি ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য হয়েছে। এ ছাড়া মারা যাওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তৎকালীন বিএনপি সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমানকে। মামলার অন্য সাত আসামি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।