রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি সফটওয়্যার কোম্পানি চাকরি করছিলেন। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। উদ্ধারকারী নিহতের বন্ধু শামিম বলেন, মিনহাজ বিএনপি করতেন। তাঁর বাসা সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায়। তিনি আরও বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজসহ বেশ কয়েকজন মিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে আমরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
ভগ্নীপতি খালিদ মাহফুজ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের কারি মো. রফিকুল ইসলামের ছেলে মিনহাজ। বর্তমানে সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা ওলামা দলের নেতা। মিনহাজ বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিন ভাই, এক বোনের মধ্যে তিনি ছোট। তিনি বিবাহিত। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা।