খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সকালে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে রামনগর গ্রামের শচীন্দ্রনাথ ম লের (৪৫) সঙ্গে স্ত্রী মলিনা ম লের (৪০) ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শচীন তার স্ত্রীকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ খেয়ে মৃত্যুর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন থাকার কথা সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে।