‘বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল’ পেয়েছেন সৌদি আরবের বিদায়ি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পদকসহ সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সেখানে বাংলাদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বকালে সৌদি আরবেই প্রায় ১৪ লাখ বাংলাদেশি কর্মী গেছেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া চীন, রাশিয়াসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, আমি সব সময় মনে রাখব বাংলাদেশের জাতীয় সংগীতের কথা- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। আমি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে থাকব। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। ৩০ লাখ সৌদি প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন আছে। বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ এই বন্ধনকে আরও দৃঢ় করেছে।