নরসিংদীর মাধবদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে তার মাকে। সোমবার রাতে শেখেরচরের বাবুরহাট বাজারের দক্ষিণ পাশে মোফাজ্জলের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার রাতে মা আছমা বেগম ও ৪ বছর বয়সি প্রতিবন্ধী ভাইকে নিয়ে নিজ বাড়িতেই ছিলেন ১৪ বছরের কিশোরী তিথি। রাত ১১টার দিকে তিথির বাবা মোফাজ্জল হোসেন বাসায় এসে তিথি ও তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিথিকে মৃত ঘোষণা করেন। আর মা আছমাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে প্রতিবন্ধী ভাইটি অক্ষত অবস্থায় ছিল।
খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, ওসি মো. এমদাদ হোসেন, ডিবি ওসি মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, তিথির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে পালিয়ে গেছে।
নদীতে মিলল ট্রলার চালকের লাশ : হাত-পা বাঁধা অবস্থায় হাবি মিয়া (৪৫) নামে এক ট্রলার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৭ দিন পর সোমবার রাতে রায়পুরার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাবি নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের বাসিন্দা। ২১ জানুয়ারি সকালে ট্রলার নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি। ওই দিন ট্রলারটির খোঁজ পাওয়া গেলেও হাবি নিখোঁজ ছিলেন।
করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার জানান, লাশটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মাথার পেছনেও আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
বৃদ্ধকে হত্যার অভিযোগে ছেলে আটক : মাধবদীর ছোট গদাইচর এলাকায় আবদুল গফুর (৮০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগে তার ছেলেকে আটক করা হয়েছে। সকাল ৭টার দিকে রক্তাক্ত অবস্থায় গফুরকে কলপাড় পড়ে থাকতে দেখেন তার মেয়েরা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়েদের অভিযোগ, দোকান ভাড়ার টাকা আত্মসাৎকে কেন্দ্র করে বড় ভাই এই ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে আবদুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।