গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করেছেন এক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে গতকাল সন্ধ্যার পর থেকে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঘণ্টাখানেক পর রাত ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার পর বোর্ডবাজারের কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী কমিশনার ফাহিম আহজাদ জানান, বিকাল থেকে বোর্ডবাজার এলাকার নুর এসএমএস ফ্যাশনের শ্রমিকরা কারও এক মাসের, কারও দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হচ্ছিলেন। পরে সন্ধ্যায় কারখানার ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল এবং পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী গিয়ে মালিকের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনার বিষয়ে সমাধান করার আশ্বাস দিয়ে তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা অবরোধ তুলে নেন। কারখানার মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।